শিউলি ফুল (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis) হচ্ছে নিক্টান্থেস (Nyctanthes) প্রজাতির একটি ফুল। এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
এটি শেফালী নামেও পরিচিত। এই ফুল পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল। শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয় এবং ১০ মিটারের মত লম্বা হয়।
আরো পড়ুনঃ ফুলের ছবি | গোলাপ ফুল | গোলাপ ফুলের পিকচার Download করে নিন।গাছের পাতা গুলো ৬-৭ সেন্টিমিটার লম্বা ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। সুগন্ধি জাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃতি ও মাঝে লালচে-কমলা টিউবের মত বৃন্ত। এর ফল চ্যাপ্টা ও বাদামী হৃদপিণ্ডাকৃতির। ফলের ব্যাস ২ সেন্টিমিটার এবং এটি দুই ভাগে বিভক্ত।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে। এই ফুল শরৎকালে ফোটে। এর ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায়।ভারতীয় উপমহাদেশে এই ফুলকে দুর্গা পূজার আগমনি ফুুলের মর্যাদা দিয়েছে। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে।
শিউলি ফুলের ছবিঃ
এখানে পাবেন সকল প্রকার ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের ছবি / পিকচার সুতরাং এখনি Download করে নিন গোলাপ ফুলের ছবি। শিউলি ফুলের সকল তথ্য এখানে পাবেন।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
নাম এবং প্রতীক
বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis লাতিন Nyctanthes-এর অর্থ হচ্ছে “সন্ধ্যায় ফোটা” এবং arbor-tristis-এর মানে হচ্ছে “বিষণ্ন গাছ”। সন্ধ্যায় ফোটা আর সকালে ঝরা ফুলের মাঝে বিষণ্নভাবে দাঁড়িয়ে থাকাটাই এই রকম নামকরণের কারণ বলে ধারণা করা হয়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
শিউলিকে কখনও কখনও "tree of sorrow" বা "দুঃখের বৃক্ষ"-ও বলা হয় কারণ দিনের আলোতে এই ফুল তাদের উজ্জ্বলতা হারায়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
শিউলিকে মাঝে মাঝে Nyctanthes arbortristis বা Nyctanthes arbor tristis নামেও উচ্চারণ করা হয়, যদিও সাধারণভাবে এটি শিউলি নামেই পরিচিত।
প্রচলিত নাম
- Night-flowering Jasmine (নাইট ফ্লাওয়ার জেসমিন)
- Harsingar (হারসিঙ্গার)
- কোরাল জেসমিন
- পারিজাত
- শেফালিকা
- পারিজাতা
- পারিজাতাকা
- রাগাপুস্পি
- খারাপাত্রাকা
- প্রজক্তা
ঔষধবিজ্ঞান
Immunostimulant, Hepatoprotective, antileishmanial, Antiviral এবং Antifungal ঔষধ গুলো তৈরি করতে শিউলির বীজ, পাতা ও ফুল ব্যবহার করা হয়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
এর পাতা sciatica, arthritis, fevers, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্যে ঔষধ বা বড়ির মত করে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
মাথায়র খুসকি দূর করতে শিউলি-বীজ উপকারী।
চিকিৎসার জন্য শিউলির ব্যবহার
শিউলি পাতার উপকার পাবেন কিছু ব্যবহার এর ফলে---
১. সাইটিকার ব্যথায়- প্রতিদিন সকালে ২-৪ টি শিউলি পাতা ও ২-৪ টি তুলসী পাতা একসাথে কুটে নিয়ে জলে ফুটিয়ে সেই জল ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেতে হবে।।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
২. আর্থারাইটিস এর ব্যথায়- প্রতিদিন সকালে চা এর ন্যয় এক কাপ জলে ২টি শিউলি পাতা ও ২টি তুলসী পাতা ফুটিয়ে ও ছেঁকে খেতে হবে। এটি এক ধরনের হার্বাল টি।
পুরাণের কথা
কৃষ্ণ শিউলি গাছ তুলে আনছে, ভাগবত পুরাণথেকে, চিত্রাঙ্কন, ১৫২৫-১৫৫০
শিউলির আরেক নাম পারিজাত! হিন্দু পৌরাণিক কাহিনীতে অনেক বার এসেছে শিউলি ফুল বা পারিজাত এর কথা।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
কৃষ্ণের দুই স্ত্রী- সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানও পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু পারিজাত তো স্বর্গের শোভা! কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান।
তাই লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙ্গে এনে সত্যভামার বাগানে রোপণ করেন, যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পরে সুগন্ধ ছড়ায়।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
এদিকে স্বর্গের রাজা ইন্দ্র তো ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এই কারনে তিনি কৃষ্ণকে শাপ দেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনদিন আসবে না, তার বীজে কখনও নতুন প্রাণের সঞ্চার হবে না।
আরেকটি গল্পও আছে, এই ভেষজ বৃক্ষের!
পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে তাকে কামনা করেন। কিন্তু শত চেষ্টা করেও পান না। তাই তিনি আত্মহত্যা করেন। তার দেহের ভস্ম পারিজাতবৃক্ষ রূপে ফুটে ওঠে। যে কিনা নিরব ব্যর্থ প্রেমের প্রতীক! সূর্যের স্পর্শ মাত্র যে ঝরে পড়ে অশ্রুবিন্দুর মত।
|
ফুলের ছবি | শিউলি ফুল | শিউলি ফুলের পিকচার Download করে নিন। |
পৃথিবীর বুকে তুমি তার দুঃখের চিহ্ন দেখবে শত শত অশ্রুবিন্দুর মত সে সুগন্ধি ছড়িয়ে থাকে চারদিকে, আমরা এখন তাকে শিউলি রূপে দেখি তার শুভ্র দেহে গৈরিক বসনে।